সীমান্ত টিভি নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে লাগামহীন এবং অবিশ্বাস্য মাত্রার লুটপাট হয়েছে, তা সেই সময়ের একটি বড় চিহ্ন হয়ে আছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই দুর্নীতির থিম নিয়েই।
পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, শিল্পীর আঁকা এই দশটি পোস্টারের মাধ্যমে প্রকাশ পাবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মাসে ঠিক কী ঘটেছিল। শিল্পী দেবাশিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে 'জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের' অংশ হিসেবে এসব পোস্টার তৈরি করছেন।
তিনি আরও লিখেন, স্বৈরশাসক শেখ হাসিনা মুখে বারবার বলেছেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমি এসেছি মানুষকে দিতে। অথচ বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ সেটাই উন্মোচিত হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ দুর্নীতি, যা আওয়ামী লীগ আমলের বড় নিদর্শন।
আসিফ মাহমুদ সজীব জানান, শুরুতে মোট ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও দর্শক-অনুরাগীদের আগ্রহ ও অনুপ্রেরণায় এখন সে সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। প্রতিটি পোস্টারে উঠে আসবে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি