সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফগানিস্তানে সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩। এটি মাজার-ই-শরিফের কাছে খোলম নামের একটি এলাকার কাছাকাছি, ভূমির প্রায় ২৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
খোলম শহরে প্রায় ৬৫ হাজার এবং মাজার-ই-শরিফে ৫ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। ভূমিকম্পের পর আতঙ্কে অনেক বাসিন্দা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, “রাতের অন্ধকারে অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন।”
এখনও পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
ইউএসজিএসের সতর্কতা সিস্টেমে এই ভূমিকম্পের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে, যার অর্থ—বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এটি গত দুই মাসে আফগানিস্তানে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে আগস্ট মাসে পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। দেশটির বহু গ্রামীণ এলাকায় এখনও কাঁচামাটির তৈরি ঘরবাড়ি ব্যবহৃত হওয়ায়, প্রতিবারই ভূমিকম্পে ভয়াবহ ক্ষতি হয়।
আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটি হিন্দুকুশ পর্বতমালার নিকটবর্তী এলাকায় অবস্থিত, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারান এবং ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ডলার। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত ৫.০ মাত্রা বা তার বেশি শক্তির অন্তত ৩৫৫টি ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি