সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। এ উৎসব দেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্ম পালন করে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
তারেক রহমান আরও বলেন, সংবিধান অনুযায়ী ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষাতেও অমুসলিম নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে।
শারদীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি বা অশান্তির চেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা নিশ্চিন্তে আনন্দ-উৎসব পালন করুন এবং সর্বত্র সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার।”
সবশেষে তিনি আবারও দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি