সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সহ মোট তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
শুক্রবার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এলাকা। আন্দোলনকারীদের অনেকেই রাতভর শাহবাগে অবস্থান করেন এবং সকালে রাস্তার ওপর বিশ্রাম নিতে দেখা গেছে।
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের আশেপাশের প্রতিটি সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে শুক্রবারের মতো শনিবারও আশেপাশের এলাকায় তীব্র যানজট এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে।
বিক্ষোভ কর্মসূচির সূত্রপাত ঘটে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওই সমাবেশ থেকেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়।
রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি