সীমান্ত টিভি নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে দলটি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণসহ অন্যান্য দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি তুলেছেন। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এসব ন্যায্য দাবির সঙ্গে একমত।’
তিনি আরও বলেন, ‘বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালে শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ করেছে এ কথাটি আপনাদের বক্তব্যেও উঠে এসেছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তারেক রহমান আশ্বাস দিয়ে বলেন, ‘জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি