• বিনোদন
  • শীঘ্রই আসছে দেলোয়ার উদ্দিনের “অনুভবে তুমি” টেলিফিল্ম

শীঘ্রই আসছে দেলোয়ার উদ্দিনের “অনুভবে তুমি” টেলিফিল্ম

৪:৩৬ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৫

শাহীন আলম জয় (প্রধান প্রতিবেদক) জনপ্রিয়  মডেল,অভিনেতা ও উদীয়মান নির্মাতা দেলোয়ার উদ্দিনের রচনা ও পরিচালনায় “অনুভবে তুমি” টেলিফিল্মের জনপ্রিয় একটি সিরিজ শীঘ্রই আসছে । এতে তিনি রচনা ও পরিচালনার পাশাপাশি নিজেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

সম্প্রতি রাজধানী এবং গাজীপুরের কয়েকটি লোকেশনে ইতিমধ্যে শুটিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে । নতুন বছরে পরিচালক হিসেবে খুবই ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় এই বিজ্ঞাপন ও নাট্য অভিনেতা।

টেলিফিল্মটিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এছাড়াও আরোও অভিনয় করেছেন, জয়িতা আশরাফ, মোশাররফ হোসেন, মায়া মিতু, কামরুন নাহার রুমা, শাকিল শাহ, মুকুল জামিল, মিজানুর রহমান, আজম মানিক, শিব্বির আহমেদ মামুন, তুষার ভূঁইয়া, শাকিল হোসেন শাফিন, কামরুল ইসলাম ও শিশুশিল্পী মাহিয়া রহমান  সহ আরো অনেকেই।