
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি ভারতের উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটি বাংলাদেশের উপকূল থেকে দূরে থাকায় দেশে বৃষ্টিপাতের ওপর বড় কোনো প্রভাব পড়ছে না। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম কাটেনি।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানান, “লঘুচাপটি আমাদের উপকূল থেকে দূরে অবস্থান করছে। ফলে দেশে বৃষ্টিপাতের প্রভাব কম। তবে উপকূলীয় এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টি আরও কমতে পারে। আর লঘুচাপটি সরে গেলে মৌসুমি বায়ুর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, এতে ৭ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।
তিনি আরও বলেন, ঢাকায় বুধবার তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও কয়েকদিন থাকতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২৫টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। ঢাকায় এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।
তাপমাত্রার দিক থেকে সিলেটে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...