সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ।
সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দিল্লিকে জানিয়েছি, যে (শেখ হাসিনা) ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বাংলাদেশ সফরের সময় শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হলে ভারতের পক্ষ থেকে বলা হয়, ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশ-ভারতের সম্পর্কে কোনও প্রভাব পরবেনা ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি