
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ।
সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দিল্লিকে জানিয়েছি, যে (শেখ হাসিনা) ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বাংলাদেশ সফরের সময় শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হলে ভারতের পক্ষ থেকে বলা হয়, ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশ-ভারতের সম্পর্কে কোনও প্রভাব পরবেনা ।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি