সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) থাকা ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তারা হলেন- সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, কামরুল হাসান, আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব হামিদুল হক, এসএম আলম, এনামুল হাবিব, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, মোহাম্মদ মাসুদ করিম, আহমেদ কবির, সায়লা ফারজানা কামরুন নাহারা সিদ্দিকা, উম্মে সালমা তানজিয়া, সুভাস চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আবু সালেহ মোহাম্মদ ফেরদাওস খান, তোফায়েল ইসলাম এবং তন্ময় দাস।
সূত্র জানায়, পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি (জেলা প্রশাসক) ছিলেন। সে সময় অনেকটা একদলীয় স্টাইলের নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন।
পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রাব্বি মিয়া নারায়ণগঞ্জ, আহমেদ কবির জামালপুরে, মোখলেসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠি, ফয়েজ আহাম্মদ বগুড়া, ওয়াহিদুল ইসলাম মাদারিপুর, সুভাস চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ, সায়লা ফারজানা মুন্সীগঞ্জ, উম্মে সালমা তানজিয়া ফরিদপুর, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান মানিকগঞ্জ, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি