সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিদেশে শ্রমশক্তি রফতানির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দালাল চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাতটি পুরোপুরি দালালনির্ভর হয়ে পড়েছে, যার ফলে প্রতিটি ধাপে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। দালালদের প্রভাব থেকে শ্রমশক্তি রফতানি খাতকে মুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের সংকট দেখা দিয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যে সমৃদ্ধ একটি দেশ। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান সম্পদ। এত বিপুল তরুণ শ্রমশক্তি অন্য কোথাও নেই বলেই সারা বিশ্বের আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি