• আন্তর্জাতিক
  • শ্রী চিন্ময়ের ৯৪ তম জন্মবার্ষিকী সাহিত্য একাডেমির বিশেষ অনুষ্ঠান

শ্রী চিন্ময়ের ৯৪ তম জন্মবার্ষিকী সাহিত্য একাডেমির বিশেষ অনুষ্ঠান

৪:১৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫
শ্রী চিন্ময়ের ৯৪তম জন্মবার্ষিকী: সাহিত্য একাডেমির বিশেষ অনুষ্ঠান

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শ্রী চিন্ময়ের ৯৪তম জন্মোৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে তাঁর অনুসারী ছাত্র-ছাত্রীদের কলকাকলিতে মুখরিত কুইন্সের জ্যামাইকা ১৬৪ স্ট্রিট ও ৮৫ অ্যাভিনিউ। গত ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই উৎসবে প্রতিদিন ভোর থেকে রাত অবধি চলে মেডিটেশন, খেলাধূলা, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন দেশের গানের দলের পরিবেশনা। প্রত্যেকেই ব্যস্ত বিভিন্ন কর্মসূচিতে। কিন্তু সবাই এত গুছিয়ে পরিকল্পিতভাবে কাজগুলো করছে যে, কোথাও কোন হট্টগোল, তাড়াহুড়া নেই। কর্মসূচির বাইরে যেনো এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। মেডিটেশন গুরু ও ঋষি শ্রী চিন্ময়ের ‘এসপিরেশন গ্রাউন্ড’ নামের এই আশ্রমটি যেনো বৃক্ষ ও বিভিন্ন রঙের ফুলে ফুলে ভরা এক স্বর্গোদ্যান। বিশ্বের সব মহাদেশের ৭০টির বেশি দেশের মানুষরা নিজ নিজ দেশে প্রতিষ্ঠিত করেছেন এ ধরণের শ্রী চিন্ময় সেন্টার। প্রতিটিতে শিশু-যুবক, বৃদ্ধ নারী-পুরুষের জন্য রয়েছে বিনামূল্যে মেডিটেশন। ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণের মানুষের একাত্ম করার কর্মসূচি ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে থাকার আয়োজন। অনুষ্ঠানের অংশ হিসেবে সাহিত্য একাডেমির কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য একাডেমির কবিতা সন্ধ্যা বিশ্বশান্তির দূত, কবি, দার্শনিক ও আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময়ের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের শ্রী চিন্ময় মেডিটেশন সেন্টার -এ এক বিশেষ কবিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশগ্রহণ করে সাহিত্য একাডেমি।
অনুষ্ঠানস্থলে প্রবেশের সঙ্গে সঙ্গেই অনুরাগীরা অনুভব করেন এক অনন্য আবহ-চারদিকে নীরবতা, সুশৃঙ্খলতা ও পারস্পরিক শ্রদ্ধাশীলতা। দেয়ালে টাঙানো শ্রী চিন্ময়ের বিভিন্ন সময়ের আলোকচিত্র যেন মনে করিয়ে দিচ্ছিলেন, তিনি আজও সবার মাঝেই উপস্থিত আছেন।
অনুষ্ঠান শুরু হয় ২৪ আগস্ট সন্ধ্যা সাতটায়। সঞ্চালনা করেন নীরা কাদরী। সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন গুরু শ্রী চিন্ময়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেন্টারের পরিচালক রঞ্জনা কে ঘোষ আন্তরিক ও আবেগঘন ভাষনে অথিতিদের স্বাগত জানান।
কবিতার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শামস আল মমীন, কাজী রফিক, বেনজির শিকদার, এম এ সাদেক, শাহীন ইবনে দেলোয়ার, সহুল আহমেদ, মোহাম্মদ মহিবুর রহমান , স্বপন বিশ্বাস , তাহমিনা খান, সুমি বেগ এবং আকবর হায়দার কিরণ। কবিতা পাঠ শেষে বক্তব্য রাখেন অধ্যাপিকা হুসনে আরা এবং অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সুরিত বড়ুয়া।
সঙ্গীত পরিবেশনায় অংশ নেন বাংলাদশি বৌদ্ধ কমিউনিটির শিল্পী প্রজ্ঞা বড়ুয়া, আঁখি বড়ুয়া ও প্রেরণা বড়ুয়া। এছাড়া ছিল ‘পরি’র বিশেষ পরিবেশনা। আর বিশেষ আকর্ষণ ছিল মেডিটেশন সেন্টারে শিল্পীদের পরিবেশিত সমবেত কন্ঠ।
অনুষ্ঠানের প্রাক্কালে ও সমাপ্তির পর অথিতিদের জন্য আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা ছিল, যা উপস্থিত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া সেন্টারের একজন পরিচালক শ্রী চিন্ময়ের ওপর আয়োজিত বিশ্বজনীন আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান অথিতিদের। বিদায়ের আগে অথিতিরা ভিজিটরস বুকে তাঁদের অনুভূতি লিখে রাখেন।

মন্তব্য লিখুন

আরও খবর