সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের অনন্য কণ্ঠস্বর। তার সুমধুর কণ্ঠে লালন গীতি শুধু সংগীতের সৌন্দর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বার্তা হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।
তারা আরও বলেন, তার মৃত্যুতে জাতি এক অসাধারণ গুণী শিল্পীকে হারাল। বাংলা সংগীতে এই অপূরণীয় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিএনপি নেতারা ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতাদের প্রতিও তারা সমবেদনা প্রকাশ করেন।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি