সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রামের প্রথম ঘন্টায় পুঁজিবাজারের লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
আজ (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক বেড়েছে ৬ পয়েন্ট।
লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৭, কমেছে ৫৫ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম। শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫০ কোটি টাকা।
ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। লেনদেন হওয়া ৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫, কমেছে ১২ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে প্রথম ঘন্টায় মোট লেনদেন ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি