• জাতীয়
  • সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

৬:৪৭ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৫
সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি তার ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার কারও চোখে না পড়লে বুঝতে হবে, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন না। শুধু ভুল কিংবা নেতিবাচক দিক না দেখে ভালো কাজগুলোও মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, ভুল নেই, তা বলছি না। সমালোচনা হোক, তবে গঠনমূলকভাবে। তাতে সংশোধনের সুযোগ তৈরি হয়।

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস–সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ রয়েছেন, যারা কেবল সরকারের ভুল ও দুর্বলতা নিয়েই কথা বলেন। তারা শুধু বলেন, ‘এটা নেই’ ওটা নেই’। অথচ ভালো দিকগুলোও রয়েছে, সেদিকেও দৃষ্টি দেওয়া জরুরি।

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডিজিটাল উদ্যোগের প্রশংসা করে বলেন, এনবিআরের একটি সুনাম রয়েছে, যা ধরে রাখতে হবে।” একইসঙ্গে তিনি কর ব্যবস্থায় ডিজিটাইজেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

সেমিনার শেষে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।

মন্তব্য লিখুন

আরও খবর