সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এটি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম চট্টগ্রাম সফর। সফরে তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িও পরিদর্শন করবেন।
এছাড়া, চট্টগ্রাম বন্দরে পৌঁছে তিনি বন্দর এলাকা পরিদর্শন করবেন এবং এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন এবং বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। এরপর, তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন এবং কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সেতুটি বোয়ালখালী ও পটিয়া উপজেলার অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি