• সারাদেশ
  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২:৫০ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটার ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাঈনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, কার্যকরি সদস্য শাহজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, পরিচালক শাহীন মৃধা, সংস্কৃতিকর্মী অভিজিৎ রায়, শাহজাহান মিয়া, শাহাদাত হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়ে বলেন, ‘হামলা করে, ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখা যাবে না।’

দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা মাঈনুদ্দিন রুবেল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘ ২০ বছর ধরে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে মাইনুদ্দিন রুবেল হামলার শিকার হন। এ ঘটনায় তিনি ১৩ জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মন্তব্য লিখুন

আরও খবর