সামাদ হোসেন পান্নু (ঢাকা মহানগর দ: প্রতিবেদক) আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর।
তবে এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের তথ্য ও ছবি প্রকাশিত হয়নি। পুলিশ সদর দপ্তর জানায়, আনুষঙ্গিক কিছু প্রক্রিয়া সম্পন্ন হলে তা ওয়েবসাইটেও দৃশ্যমান হবে।
দুদকের দায়ের করা এক মামলার ভিত্তিতে এই রেড নোটিশের আবেদন করা হয়েছিল। মামলার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ জারি করে সংস্থাটি।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ফেব্রুয়ারিতে ঢাকার একটি আদালতের নির্দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ শুরু করে। ওই নির্দেশনার প্রেক্ষিতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়।
বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। মামলার নথিতে তাঁকে সপরিবারে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি