সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একই ধরনের অভিযোগে তাঁর স্ত্রী রোকসানা হাসান এবং বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাঁদের পরিবারের আরও পাঁচ সদস্যের সম্পদের উৎস যাচাই করতে সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আজ সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নাজমুল হাসান ২০ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ২০টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির করে অর্জিত প্রায় ৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম আরও জানান, নাজমুল হাসানের স্ত্রী রোকসানা হাসান ১২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর ১১টি ব্যাংক হিসাবে ৪৯ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, নাজমুল হাসানের মেয়ে রুশমিলা রহমান, ছেলে রাফসান রহমান, জামাতা রাকিন আল মাহমুদ ও ছোট মেয়ে সুনেহরা রহমানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দুদক কর্মকর্তা সাংবাদিকদের আরও জানান, বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর আটটি ব্যাংক হিসাবে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ইসমাইল হায়দারের স্ত্রী সুলতানা নিঝুমের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি