
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের বিষয়ে সংবাদ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২২ জুন) সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে এখনো গ্রেফতার করা হয়নি। গতকাল বিভিন্ন মাধ্যমে তার গ্রেফতারের যে খবর প্রচার হয়েছে, তা সঠিক নয়।
তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রোববার উত্তরা থেকে আরেক সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার সঙ্গে ‘মব জাস্টিস’-এর মতো পরিস্থিতি তৈরি হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাবেক কোনো কর্মকর্তার ক্ষেত্রেও আইনসঙ্গত ও সম্মানজনক আচরণ হওয়া উচিত। সবাইকে আইন এবং বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের প্রধান এনামুল হকসহ কৃষি মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, আগের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিবি পুলিশের এক কর্মকর্তা সেই দাবি নাকচ করেন। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে অস্বীকৃত হলো। সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ভোট কারচুপি, দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই:...
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন...
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক...
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প...
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে...