• জাতীয়
  • সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

৬:২৪ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সামান্য বেড়ে যেতে পারে দিন ও রাতের তাপমাত্রা। গতকাল শনিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়সীমায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আগামীকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও একই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন, আগামী পাঁচ দিনে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের তীব্রতাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।