সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সূত্র জানায়, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আসন্ন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়।
একই দিন সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের সংলাপ ও বৈঠকগুলো রাজনৈতিক প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের মতে, সংলাপের মাধ্যমে সম্ভাব্য বিতর্ক এড়িয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি