সীমান্ত টিভি ক্রীড়া ডেস্ক: সিলেটের স্পোর্টিং উইকেটে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে। যদিও বোলাররা ভালো করেছেন। বড় লিড নিতে দেননি জিম্বাবুয়েকে। ২৭৩ রানে অলআউট করে সফরকারীদের। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ আজ এখনও মাঠেই নামতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখনও পিছিয়ে ২৫ রানে। সেটি টপকে এরপর প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ।
সকাল থেকে টানা বর্ষণে বন্ধ আছে ম্যাচ। এখনও শুরু হয়নি তৃতীয় দিনের খেলা। শঙ্কা আছে প্রথম সেশন ভেস্তে যাওয়ার। বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটের চিত্রও বদলে যাবে। এমন অবস্থায় ঠিক কত রানের লক্ষ্য দিলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের?
ইসএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণ বলছে, বৃষ্টির পর এই উইকেটে ২৫০ বা তার বেশি রানের লিড নিতে পারলে তা নিরাপদ। চতুর্থ ইনিংসে সেই রান তাড়া করে প্রতিপক্ষের জেতার সম্ভাবনা কম। অন্যদিকে, ২০০ রানের কম লিড হলে বাংলাদেশের হারের শঙ্কা থেকে যাবে। যেখানে প্রথম ইনিংসে লিড নিয়েছিল জিম্বাবুয়ে। আর ২০০-২৫০ রানের মাঝামাঝি সংগ্রহ হলে জয়ের সম্ভাবনা তখন দুদিকেই সমান থাকবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি