সীমন্ত টিভি নিউজ ডেস্ক: সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলেও গুলি করে হত্যা করার অধিকার কোনো বাহিনীর নেই।
বুধবার (১৬ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান'-এর মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এই বিষয়ে কোনোভাবেই নমনীয় নয়। আমরা সীমান্ত হত্যা ইস্যুতে বারবার প্রতিবাদ জানিয়ে আসছি। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি দাবি করেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের যেন ভারতের নিজস্ব আইনের আওতায় এনে বিচার করা হয়।
ভারত থেকে বাংলাদেশে ‘পুশ-ইন’ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যারা পুশ-ইন হচ্ছেন, তারা ভারতের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। আমরা আশাবাদী, ভারত সরকার তাদের নাগরিকত্ব যাচাই করে নিজ দেশে ফিরিয়ে নেবে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে এ বিষয়ে আগেই একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে যেখানে তালিকা বিনিময়ের মাধ্যমে নাগরিকদের চিহ্নিত করে বৈধভাবে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ এরই মধ্যে বেশ কয়েকজনকে এই পদ্ধতিতে ফেরত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতকে বারবার অনুরোধ করেছি, যেন তারা চুক্তি অনুযায়ী প্রক্রিয়াটি মেনে চলে। ভবিষ্যতেও আমরা যৌক্তিক ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই সীমান্ত সমস্যা সমাধানে আশাবাদী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরা হলো।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি