সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে দিতে হচ্ছে পাঁচ লাখ। কোথাও কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই। পুলিশেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।”
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য এর প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লেখক নিজে, আর প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল আরও বলেন, রাতারাতি সংস্কার সম্ভব নয়, এর জন্য সময় দরকার। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকলে চলবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তাই বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়েই কাঙ্ক্ষিত সংস্কার আনতে হবে।
তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি