সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে সৌদি আরবের মক্কা নগরীর সরাইয়া এলাকার একটি ক্লাবে হয় এ বিয়ের অনুষ্ঠান। অতিথিদের জন্য একটি উট ও দুটি দুম্বা জবাই করে সৌদি আরবের জনপ্রিয় খাবার লাহাম মেন্দি রান্না করা হয়। প্রায় ৪০০ অতিথির জন্য এই ভোজের আয়োজন করা হয়েছিল।
বর হাফেজ সাদেকুল ইসলাম বায়জিদ মূলত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বড় টনকি গ্রামের সন্তান। জানা গেছে, বরের পিতা-মাতার পছন্দের কন্যাকে টেলিফোনে বিয়ে করার পর, বরের ইচ্ছানুযায়ী কনেকে সৌদি আরবে এনে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বিয়ের অনুষ্ঠানে বরের দুই ভাই, তাঁর কফিল, স্থানীয় সৌদি নাগরিক, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে সৌদি সংস্কৃতির নানা আয়োজন, ঐতিহ্যবাহী পোশাক, আরবীয় সংগীত ও নৃত্য পরিবেশনা ছিল দর্শনীয়।
অনুষ্ঠান শেষে বর হাফেজ সাদেকুল ইসলাম বায়জিদ বলেন—
"আমি পেশাগত কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন দেশে যেতে পারি না। এখানে অনেক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছি, তাই নিজের বিয়েতেও সৌদি রীতি অনুসরণ করার ইচ্ছা ছিল। আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে।
এই আয়োজন শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, স্থানীয় সৌদি নাগরিকদের মাঝেও প্রশংসা কুড়িয়েছে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সংস্কৃতি ও আতিথেয়তাকে সৌদি আয়োজনে মিলিয়ে দিয়ে এক নজির স্থাপন করলেন হাফেজ সাদেকুল ইসলাম বায়জিদ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি