সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন তিনি।
কিছু দিন আগে ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। ভার্চুয়াল সেই বৈঠকে বাংলাদেশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়। এরপর, গত বুধবার মাস্ককে চিঠি পাঠিয়ে বাংলাদেশে দ্রুত স্টারলিঙ্ক ইন্টারনেট চালু ও সফরের আমন্ত্রণ জানান তিনি।
চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশে স্টারলিঙ্ক চালু হলে এর প্রধান সুবিধাভোগী হবেন দেশের তরুণ-তরুণীরা। তিনি মাস্ককে আমন্ত্রণ জানিয়ে বলেন, "আসুন, উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসঙ্গে কাজ করি।"
চিঠিতে তিনি আরও বলেন , বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিঙ্কের সংযোগ একীভূত হলে তা রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে যুব উদ্যোক্তাদের জন্য। একইসঙ্গে, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর ডিজিটাল সংযুক্তি আরও সহজ হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি