(সীমান্ত টিভি নিউজ ডেস্ক) স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করছে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেড। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশে সেলুলার সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে দুবাইভিত্তিক এই টেলিযোগাযোগ কোম্পানিটি।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিওনের (সিইও) ক্যান তেরজিওগ্লু জানান, তাদের লক্ষ্য এমন অঞ্চলগুলোতে নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দেওয়া যেখানে এখনো স্থলভিত্তিক অবকাঠামো গড়ে ওঠেনি। যেমন বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তানের মতো দেশে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জ্বালানি সংকট বা যুদ্ধ পরিস্থিতিতে স্থলভিত্তিক নেটওয়ার্ক প্রায়ই অকার্যকর হয়ে পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্যাটেলাইট এবং স্থলভিত্তিক নেটওয়ার্কের সমন্বয়ে কার্যকর সংযোগ ব্যবস্থা তৈরি করতে পারে।
বাংলাদেশে স্টারলিংকের এই সেবা চালু হলে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা বিস্তৃত হবে। একইসঙ্গে জরুরি পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা কার্যকর রাখার ক্ষেত্রেও এটি একটি বড় পরিবর্তন আনতে পারে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি