সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি জানান, সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন।
রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
গত শুক্রবার রাতে বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে।
রাষ্ট্রপতির আশ্বাসে নুরের দ্রুত আরোগ্য এবং সার্বিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি