সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এ পর্যায়ে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ না থাকলেও, ভোটারদের ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে যারা অন্য এলাকায় ভোটার হতে চান, তাদেরকে ১০ নভেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এরপর সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তারা ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি অনুমোদন করেছে ইসি। এ জন্য ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদনের নিষ্পত্তির শেষ তারিখ ৭ নভেম্বর নির্ধারণ করেছে কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন, তাদের আবেদন অনলাইন সিএমএস পোর্টালের এনআরবি মেনুতে দেখা যাবে। উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা এসব আবেদন যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন প্রেরণ করবেন।
৩১ অক্টোবর পর্যন্ত পাওয়া আবেদনের তদন্ত ৬ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। যেসব আবেদন প্রয়োজনীয় নথিপত্রবিহীন, সেগুলোতে “ডকুমেন্ট সংযুক্ত নেই” মন্তব্যসহ প্রতিবেদন দিতে হবে। সব তদন্ত শেষে প্রতিবেদন পাঠানো হবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে।
ইসি কর্মকর্তাদের মতে, এসব কার্যক্রম শেষ হওয়ার পর ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি