সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শুক্রবার ভোরে এক এক করে দশটি মাইক্রোবাসে করে ১২০ জন নেতা-কর্মীকে সাথে নিয়ে যাত্রা শুরু করেন কিশোরগঞ্জের দিকে। উদ্দেশ্য বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দেশের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নামাজ আদায় করে দোয়া প্রার্থনা করা। যার আয়োজন করেছিলেন বিএনপির গুলশান ও বনানী থানা ১৯নং ওয়ার্ড এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ আলী ও তার অংগসঠনের নেতাকর্মীরা।
দীর্ঘ রাজনৈতিক পথে পাড়ি দেওয়া শাহেদ আলী কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি গত ১৭ বছরের অনেক হয়রানি হয়েছি জেল খেটেছি তারপরও নিজ দলের স্বার্থের বাহিরে যায়নি বরং আঁকে ধরেছি। ভবিষ্যতেও দলীয় যে কোন সিদ্ধান্ত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাহেদ আলী এর এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয় দলের অন্যান্য নেতাকর্মীরা, তারা বলেন আজকের শাহেদ আলি ভাই চাইলে কনসার্টের মত যেকোনো আয়োজন করতে পারত তিনি সেটা না করে ইসলামিক মূল্যবোধের জায়গা থেকে বিশেষ স্থানে নামাজ আদায় করে জিয়া পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি