সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দফা আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময়ের পর আজকের সূচি প্রকাশ করে ইসি।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। এসব দল হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ে ইসি মতবিনিময় করবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। তালিকায় বিএনপি ও জামায়াত থাকলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অন্যদিকে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
এ ছাড়া নতুন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি জারি করেছে ইসি। কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলো নিবন্ধন সনদ পাবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি