সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তরুণ পাইলট। তার অকাল মৃত্যুতে রাজশাহীর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে আহাজারিতে।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর, রাজশাহীর নিজ গ্রামে গিয়ে দেখা যায় তৌকিরের পরিবার-পরিজন শোকে ভেঙে পড়েছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না, যে ছেলে সদ্য জীবন শুরু করেছিল, আজ তিনি কফিনে!
তৌকিরের মামা শওকত আলী বলেন,
ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল পাইলট হবে। আমরা চাইতাম সেনাবাহিনীর অফিসার হোক, কিন্তু সে নিজের স্বপ্নে অটল ছিল। ছিল অসাধারণ মেধাবী।
রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর তৌকির ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। অত্যন্ত নিষ্ঠা ও গর্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি।
আরেক মামা সেলিম হোসেন জানান,
প্রায় এক বছর আগে তৌকিরের বিয়ে হয়। মাত্র দুই মাস আগে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তৌকিরের দাফন মঙ্গলবার রাজশাহীতেই সম্পন্ন হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক, অনেকেই গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তৌকির ইসলাম সাগর একজন সাহসী পাইলট, একজন স্বপ্নবাজ তরুণ, এক নববিবাহিত জীবনসঙ্গী-সব কিছুর সমাপ্তি ঘটেছে একটি দুর্ঘটনায়। দেশের মানুষের কাছে তৌকির ইসলাম সাগর আজ বেদনার এক প্রতীক।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি