সীমান্ত টিভি নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর বড় অংশীদার রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের জন্য কাজ করতে হবে, কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকলে চলবে না। জনগণের দিকেই যেতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বছর পুলিশ ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। পোস্টিংও লটারির মাধ্যমেই হচ্ছে। তবে সফলতার তুলনায় ব্যর্থতাকেই বেশি প্রচার করা হয় বলে তিনি মন্তব্য করেন।
‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রম এখনও চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তবে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি