সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলের আয়-ব্যয়ের বিবরণী জমা দেওয়ার পর এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি জানান, বিএনপির আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংকের সুদ এবং এককালীন অনুদান থেকে। অন্যদিকে ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহায়তা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ বিভিন্ন খাতে।
এ সময় নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, পূর্ববর্তী নির্বাচন কমিশন ছিল নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণাধীন। এটি একটি ফ্যাসিবাদী সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। দিনের ভোট রাতে করে, প্রতিবাদ করায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্যাতন। মেরুদণ্ডহীন ও চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করে একে শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছিল।
তবে বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা প্রত্যাশা করি, বর্তমান কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করবে।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। তিন বছর ধরে হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলকেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি