সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের ১০৪টি দেশের মোট ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ ব্যবস্থার মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যেসব প্রবাসী ভোটারের কাছে এখনো ব্যালট পৌঁছেনি, তাদের কাছেও খুব শিগগিরই পোস্টাল ব্যালট পাঠানো হবে।
তবে ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ব্যালটের গোপনীয়তা বজায় রাখা ভোটারের ব্যক্তিগত দায়িত্ব। কেউ যদি এ বিষয়ে অবহেলা করেন বা গোপনীয়তা ভঙ্গ করেন, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইসি কর্মকর্তাদের তথ্যমতে, সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের কাছে। সেখানে মোট ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে প্রায় ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।
এদিকে বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে নতুন করে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি