
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের আগরতলায় গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শনিবার (৩ মে) দুপুরে আখাউড়া চেকপোস্ট অতিক্রম করে তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রবেশ করেন। এর আগে তিনি সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন। চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সন্তু লারমা বলেন, “এই পথে এই প্রথম ভারত যাচ্ছি। আগরতলায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাতৃ-পিতৃ তর্পণ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করব।
তবে পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। শুধু সংক্ষেপে বলেন, “একবার রাঙামাটি ঘুরে দেখে যান—তবেই সব বুঝবেন।” এর বেশি কিছু জানাতে অনীহা প্রকাশ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা জানান, সন্তু লারমা এ পথেই দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন তা এখনো নির্দিষ্ট নয়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। সন্তু লারমা জনসংহতি সমিতির সভাপতি হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ১২ মে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন যাবত তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো ১৩ জন নিখোঁজ, স্বজনদের আহাজারি
মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো ১৩ জন নিখোঁজ,...
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায়...
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে...
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের লাশ দেশে...
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের...
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই...