
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: গাজীপুরে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ইমাম রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ৪ মে ২০২৫ ইং তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন দরবার শরীফের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দরবার শরীফের অনুসারী, স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েক শতাধিক মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন মাওলানা মানছুর হাল্লাজ শাহীন। এ সময় বক্তব্য রাখেন:
মাওলানা কাজী গোলাম সামদানি, গঙ্গাসাগর দরবার শরীফ
মাওলানা শেখ বোরহান রেজা
সৈয়দ সাহিদুজ্জামান বাবু, তারাগন দরবার শরীফের প্রতিনিধি
আবুল ফারুক বকুল, সহ-সভাপতি, উপজেলা বিএনপি
মো. শাহাবউদ্দিন আহমেদ, সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ আখাউড়া
মুফতি রেদওয়ান রেজা, খতিব, রেলস্টেশন জামে মসজিদ
মাওলানা গোলাম হাক্কানী প্রমুখ।
বক্তারা বলেন, ইমাম রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধে পুলিশ ও প্রশাসনের তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান, খানকা, মাজার, দরবার শরীফ ও আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অবিচার রুখতে সামাজিক সচেতনতা বাড়ানো এবং মিডিয়ায় নিয়মিত অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচার করতে হবে। রইস উদ্দিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
ধর্মীয় অধিকার রক্ষায় ভবিষ্যতে গণঅবস্থান, ধর্ণা ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি, ভুক্তভোগী পরিবারকে আইনি ও সামাজিক সহযোগিতা প্রদানে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায়...
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে...
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের লাশ দেশে...
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের...
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই...
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু...