
সীমান্ত টিভি প্রতিবেদক: দেশের এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি দাবি করেছেন, তাকে আড়াই বছর ধরে ‘আয়না ঘরে’ আটকে রাখা হয়েছিল। বুধবার (২৮ মে) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে এ দাবি করেন তিনি।
আদালতে সুব্রত বলেন, “২০২২ সালে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে আড়াই বছর আয়না ঘরে আটকে রাখা হয়। আমাকে নানা শারীরিক নির্যাতন করা হয়েছে। মাথায় রড দিয়ে মেরেছে, শরীরে অনেক আঘাত করেছে। ৫ তারিখ রাত ৩টার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আমার কোনো পাওয়ার দরকার নেই। আমি চাইলে নিজেই টিভি খুলতাম, সাংবাদিক রাখতাম। এখন বলা হচ্ছে আমি চুরি করি, ছিনতাই করি। সব বানানো গল্প। আমাকে শুধু ব্যবহার করা হচ্ছে।”
মঙ্গলবার (২৭ মে) ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রতের আরও দুই সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফকে।
উল্লেখ্য, সুব্রত বাইন দেশের এক সময়কার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন তিনি ভারতেও আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক প্রতিবেদনে উল্লেখ আছে। তবে এবার গ্রেপ্তারের পর তার ‘আয়নাঘরে’ থাকার দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠছে, আদৌ কীভাবে ও কোথায় তিনি এই আড়াই বছর ছিলেন?
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে...
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের লাশ দেশে...
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের...
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই...
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু...
কুমিল্লা থেকে জাতীয় অঙ্গনে—সত্যের পথে অবিচল শাহজাদা এমরান
কুমিল্লা থেকে জাতীয় অঙ্গনে—সত্যের পথে অবিচল...