
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। ৯ জুন তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সফরের মূল লক্ষ্য হচ্ছে সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ, যা তাঁকে প্রদান করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
যুক্তরাজ্য সরকার এ সফরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সফরসূচি অনুযায়ী, ১২ জুন বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ড. ইউনূস। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।
সফরের অংশ হিসেবে ১১ জুন তিনি লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, প্রশাসনিক সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে।
এছাড়া, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের নৃশংসতা বিচার এবং আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংস্কার ও আন্তর্জাতিক সহায়তা অর্জনের বিষয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।বিশেষভাবে আলোচনায় আসতে পারে আওয়ামী লীগ সরকারের সময় পাচার হয়ে যাওয়া অর্থ ফেরতের বিষয়টি। লন্ডনে আশ্রিত এসব অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হবে বলে ঢাকা সূত্রে জানা গেছে।
এছাড়া জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার এবং দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন-পূর্ব প্রস্তুতিতে যুক্তরাজ্যের রাজনৈতিক সমর্থনও আলোচনায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১১ জুন অংশ নেবেন যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে। এই সংলাপের প্রতিপাদ্য হচ্ছে: “বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা।
জানা গেছে, কিংস ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান শুরু করে। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। ড. ইউনূসের এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরের সঙ্গে যুক্ত একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি এ বিষয়ে একটি ‘উইন্ডো’ও রাখা হতে পারে, যদি দুই পক্ষই বৈঠকে সম্মত হয়। সফর শেষে ১৩ জুন ড. ইউনূস লন্ডন ত্যাগ করবেন এবং ১৪ জুন সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমান দুর্ঘটনা নিয়ে কিছুই গোপন নয়: বিমানবাহিনী প্রধান
বিমান দুর্ঘটনা নিয়ে কিছুই গোপন নয়:...
সহিংসতা উসকে দিচ্ছে নিষিদ্ধ ছাত্র সংগঠন: তারেক রহমান
সহিংসতা উসকে দিচ্ছে নিষিদ্ধ ছাত্র সংগঠন:...
১ এক বছর আগে বিবাহিত পাইলট তৌকিরের স্বপ্ন...
১ এক বছর আগে বিবাহিত পাইলট...
বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব: প্রধান...
বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব...
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি, মঙ্গলবার রাষ্ট্রীয়...
সরবরাহ কম এবং চাঁ’দা’বাজির কারণেই ইলিশের দাম বাড়ছে:...
সরবরাহ কম এবং চাঁ’দা’বাজির কারণেই ইলিশের...