
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জনতার হাতে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং রাতে তাকে গ্রেফতার দেখানো হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় উত্তেজিত জনতা নূরুল হুদাকে ঘিরে ধরে জুতার মালা পরিয়ে দেয়, ডিম ছুড়ে মারে এবং গালিগালাজ করে। যদিও পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (২৪ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম জানান, মব গঠন করে একজন সাবেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হেনস্তার ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি বলেন, এ ঘটনায় হানিফ মিয়াকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। অভিযুক্ত অন্যদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে।
তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বেআইনি। যেসব ব্যক্তি মব জাস্টিসে জড়িত হয়েছেন, তাদের কেউই ছাড় পাবেন না। পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ঘটনার পরপরই সরকারের প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয় সুনির্দিষ্ট মামলায় পুলিশ সিইসি নূরুল হুদাকে গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতারের সময় যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং লাঞ্ছনার ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ বেআইনি, যা আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানানো হচ্ছে, আইন নিজের হাতে তুলে নেবেন না। অভিযুক্ত ব্যক্তি যদি অপরাধীও হন, তার বিচার হবে আইন অনুযায়ী, আদালতের মাধ্যমেই।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে তিনি বলেন, “যেভাবে সাবেক সিইসিকে হেনস্তা করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এতে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সাবেক সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধে জমি দখল ও প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার করতে গেলে উত্তরা পশ্চিম এলাকায় একদল মানুষ তাকে ঘিরে ধরে হেনস্তা করে এবং জুতার মালা পরায়। পরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার সম্পন্ন হবে :...
নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার সম্পন্ন...
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ...
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায়...
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি...
জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা...
জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে...
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ...
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪...