• সারাদেশ
  • ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

৩:৩০ অপরাহ্ণ , ১৩ জুলাই ২০২৫
ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের উদ্যোগ গ্রহণে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা শিল্পী।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চীফ রিপোর্টার এবং ল-ডেস্কের ইনচার্জ এডভোকেট দিদারুল আলম।

এই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আমরা যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যতে তারা একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আবুল কালাম, শাহজাহান ভূঁইয়া, সিনিয়র প্রভাষক মুজিবুর রহমান, বশির আহম্মেদ,আলী আহাম্মদ মৈশান মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক এ কে আজাদ, মোঃ খোকন, মালেক ও মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

কর্মসূচিতে আম, লিচু, কাঁঠাল, নিম, মেহগনি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শারমিন সুলতানা শিল্পী বলেন, “এই কর্মসূচি শুধুমাত্র গাছ লাগানো নয়, বরং এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই, শিক্ষার্থীরা প্রকৃতির বন্ধু হয়ে উঠুক।”

মন্তব্য লিখুন

আরও খবর