কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা

৯:২৪ পূর্বাহ্ণ , ২৯ জুলাই ২০২৫
কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন'র গ্রন্থালোচনা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রবাসে বিশ্ব সাহিত্যের সৃজনশীল শুদ্ধ চর্চার গতিপ্রবাহকে অব্যাহত রাখার প্রত্যয়ে গত ২৬ জুলাই কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র মাসিক গ্রন্থালোচনার ১৮তম পর্ব নীরা কাদরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক নীরা কাদরী বিশ্ব সাহিত্যের আলোকে গ্রন্থপাঠের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রেখে সম্মানিত আলোচকবৃন্দকে গ্রন্থালোচনায় স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট গল্পকার,কবি এবং অনুবাদক সম্পদ বড়ুয়া অনূদিত ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক ‘আলবার্তো মোরাভিয়া গল্প’ থেকে নির্বাচিত কয়েকটি গল্পের বিষয়বস্তু, নিরাভরণ রচনাশৈলী,মনস্তাত্বিক সংশ্লেষণ,বর্ণনার চমৎকারিত্ব এবং গল্পে নিখুঁত চরিত্র সৃষ্টির মাধুর্যতা নিয়ে আলোচনা করেন লেখক, কবি সুরীত বড়ুয়া।

পরবর্তী আলোচক কবি মোহাম্মদ মহিবুর রহমানের আলোচনায় উঠে আসে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব বসুর পাঠক নন্দিত গ্রন্থ ‘কালের পুতুল’ এর অন্তর্নিহিত ভাব সৌন্দর্য এবং বাংলার কবি সাহিত্যিকদের লেখক সত্তার উৎকর্ষতা এবং নান্দনিক বৈশিষ্ট। পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যের ‘দুই বাড়ি’ উপন্যাসের অন্তর্নিল ভাব সৌকর্য এবং এর বিষয়বস্তুর গভীরতা নিয়ে আলোচনা করেন, সাহিত্যের একনিষ্ঠ পাঠক জাহিদুল হক। এরপর আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যতিক্রম ধর্মী সৃষ্টিশীল লেখক শিবব্রত বর্মন রচিত ‘সুরাইয়া’ উপন্যাসে বর্ণিত মানুষের সূক্ষ্ণমানবিক সত্ত্বার অনালোচিত ধারার বিভিন্ন দার্শনিকতত্ত্ব নিয়ে আলোচনা করেন গল্পকার,কবি স্বপন বিশ্বাস। গ্রন্থালোচনার সর্বশেষে প্রখ্যাত লেখক আখতারুজ্জামান ইলিয়াস’ রচিত ‘চিলেকোঠার সেপাই’ কালজয়ী উপন্যাসের ইতিহাসাশ্রয়ী মানসিক যন্ত্রণার দুঃসহ অভিঘাতের মর্মন্তুদ চিত্র উঠে আসে অধ্যাপিকা হুসনে আরার মর্মস্পর্শী বর্ণনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি,গল্পকার বদরুন নাহার, প্রকৌশলী অভিক সোবহান, সেলিনা শারমিন, প্রমুখ।
পরিশেষে পরিচালক নীরা কাদরী উপস্থিত সম্মানিত গ্রন্থালোচকবৃন্দ, সুধী অতিথিবৃন্দ, কুইন্স পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষ এবং লাইব্রেরীর সহকারী ম্যানেজার সেলিনা শারমিনকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷