
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংলাপে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, এই নির্বাচনে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হবে। যেন কেউই তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।
তিনি আরও জানান, চলতি বছরে ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে। তাদের অনেকেই আগের নির্বাচনে সক্রিয় ভোটার ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব নয়। তাই সংবাদ পরিবেশনে যাচাই করা ও সত্য তথ্য উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, আমরা চাই এই নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হোক। প্রবাসী ভোটার এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটের বিষয়েও আমরা কাজ করছি।
দিনব্যাপী এ সংলাপে টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ইসি।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও অধিকাংশ আমন্ত্রিত অতিথি অংশ নেননি।
সিইসি নাসির উদ্দিন বলেন, “সংলাপ থেকে পাওয়া পরামর্শগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের লক্ষ্য—একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা।


মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও...
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মুখ্য:...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের...
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে...