• রাজনীতি
  • বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম

বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম

৬:২৭ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫
বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে চাঁদাবাজি, দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সমাপনী বক্তব্য দেওয়ার সময়ই হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এই ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, এর আগেও এনসিপির কয়েকটি কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”

তিনি আরও বলেন, একদিন বা দুইদিন নয়, তিন দিনের তিন দিনই প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে গেছে। এটা কাকতালীয় নয় এটা রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ।

এসময় তিনি সতর্ক করে বলেন, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাত দেখায়, সেই প্রতিষ্ঠান এখানে টিকে থাকতে পারবে না। এটা আমার ব্যক্তিগত অঙ্গীকার।

সারজিস আলম অভিযোগ করে বলেন, যখনই কেউ চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট, মাদক ব্যবসা বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে নানা বাধার মুখে পড়তে হয়। কিন্তু পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম আর চলবে না। যারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ব।

তিনি আরও বলেন, “পঞ্চগড়ের মানুষ দুর্নীতি, দখলদারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা চাই, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখুক।

মন্তব্য লিখুন

আরও খবর