• জাতীয়
  • ২২ দিনের বিরতি শেষে আজ রাত থেকেই নদীতে নামছেন জেলেরা

২২ দিনের বিরতি শেষে আজ রাত থেকেই নদীতে নামছেন জেলেরা

৬:২৬ পূর্বাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৫

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ (শনিবার) মধ্যরাতে শেষ হচ্ছে। রাত ১২টা বাজতেই দেশের বিভিন্ন নদ-নদীতে নামবেন হাজারো জেলে, শুরু হবে কাঙ্ক্ষিত ইলিশ আহরণ।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও বিপণন পুরোপুরি বন্ধ ছিল। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই সরকার এই সময় নির্ধারণ করে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সুপারিশ অনুযায়ী, আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনসহ মোট ২২ দিনকে ইলিশ প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। এ সময়েই মা ইলিশ ডিম ছাড়ে, যা ভবিষ্যতে ইলিশ উৎপাদনের ভিত্তি তৈরি করে।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের এই নিষেধাজ্ঞা সফলভাবে পালনের ফলে প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এতে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ দেশের জলজ সম্পদে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রেণুগুলো বড় হয়ে পূর্ণবয়স্ক ইলিশে পরিণত হলে মৎস্য খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

মৎস্য অধিদপ্তরের দাবি, কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় এবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী বছরের তুলনায় আরও সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

এক কর্মকর্তা বলেন, “নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের ফলে এ বছর ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশাবাদী। মা ইলিশ রক্ষায় জনগণের সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি।”

এদিকে দীর্ঘ বিরতির পর ফের নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীর ঘাট, ট্রলারঘাট ও মাছবাজারগুলোতে ইতোমধ্যেই জমে উঠেছে সরগরম প্রস্তুতি।

বর্তমানে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশের বেশি আসে ইলিশ থেকে। তাই ‘রূপালি সম্পদ’ হিসেবে পরিচিত ইলিশ সংরক্ষণে সরকারের এ উদ্যোগকে বিশেষজ্ঞরা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর