থ্যাংকস গিভিং ডে

৫:১৮ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২৫
থ্যাংকস গিভিং ডে

মোহাম্মদ মহিবুর রহমান: আমেরিকাতে প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার
জাতি, ধর্ম এবং বর্ণসহ সবাই থ্যাংকস গিভিং ডে উদযাপন করে বারবার।
চারপাশে বিভিন্ন সাজে হয় সজ্জিত
হাসিখুশিতে থাকে সবাই নিমজ্জিত।

খাবার তালিকায় থাকে টার্কি
আনন্দ উৎসবের সাথে থাকে গল্প ও ইয়ার্কি।
সু্ন্দরভাবে সাজানো হয় খাবার টেবিল
টার্কিসহ নানান খাবারে টেবিল হয় সু্ন্দর ও সাববিল।

আবাল বৃদ্ধ বনিতা সবার মাঝে দেখা যায় থ্যাংকস গিভিং ডে এর আনন্দ
সবার জীবনে ক্ষনিকের জন্য বয়ে আনে সুখের ছন্দ।
দিনটি সরকারি ছুটি বন্ধ থাকে স্কুল,কলেজ এবং অফিসসহ সব
সবাই মিলেমিশে পালন করে থ্যাংকস গিভিং ডে…

মন্তব্য লিখুন

আরও খবর