• জাতীয়
  • সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

৬:৩৪ পূর্বাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৫
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চলার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। এর আগে গত সপ্তাহে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা সিইসির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়েছিলেন।

এর আগে গতকাল রবিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতির কথা প্রধান উপদেষ্টাকে জানায় তারা।

সোমবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার একটানা ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পাশাপাশি তিনি জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর