• জাতীয়
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক

৬:৫১ পূর্বাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৫

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে অংশ নিয়েছে তিনটি রাজনৈতিক দলের মোট ছয়জন প্রতিনিধি—প্রতিটি দল থেকে দু’জন করে। বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত আছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক অচলাবস্থা ও চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য লিখুন

আরও খবর