
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। আজ ২৯ ডিসেম্বর সোমবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সাহসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া কসবা ও আখাউড়ায় একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই তার বৈশিষ্ট্য।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণে সহযোগিতাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
দলীয় ও স্থানীয় সূত্র মতে, এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে কসবা ও আখাউড়ার প্রায় সাড়ে ছয় লক্ষ সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ও প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মানুষ তাঁর ওপর আস্থা রাখেন এবং তাঁকে নিরাপদ ও নির্ভরযোগ্য নেতা হিসেবে বিবেচনা করেন।
এছাড়া কসবা ও আখাউড়ার ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির প্রার্থী হিসেবে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে পাওয়ায় কসবা-আখাউড়া ছাড়াও পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আমি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করি। দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই রাজনীতি করেছি। কসবা ও আখাউড়ার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন এবং একটি মানবিক সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের নেতাকর্মীর জন্য...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের...
আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার...
আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০...
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের গ্রেপ্তার...
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী...
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯...